সপ্তাহ ঘুরলেও স্বস্তি ফেরেনি চুয়াডাঙ্গার কাঁচা পণ্যের বাজারে


এখনো দামে স্বস্তি ফেরেনি চুয়াডাঙ্গার কাঁচা সবজির বাজারে। গেল কয়েক সপ্তাহ ধরে দাম বেড়েছে আলু, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন প্রকার সবজির। আমদানি তুলনামূলক কম তাই সবজির দাম এখনো নাগালের মধ্যে আসছে না, বলছেন ব্যবসায়ীরা। ফলে দিনদিন সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে।  আজ শনিবার শহরের নিচের বাজার ঘুরে এই দামের চিত্র দেখা গেছে।

জানা গেছে, কয়েকমাস ধরে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে পড়েছে। বাজারে সরবরাহ কম থাকায় অন্যান্য পণ্যের তুলনায় এ দুটি পণ্যের দাম বৃদ্ধি। সপ্তাহজুড়ে খুচরা পর্যায়ে এক কেজি আলুর দাম ৮০ টাকা। আর পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ১১৫ টাকা কেজিতে। যা সাধারণ মানুষের নাগালের বাইরে। এছাড়া গত সপ্তাহ ধরে রসুনের কেজি ২৪০ টাকা। আদা ১৪০ টাকা কেজি। সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায়ে ১০ টাকা কমে কাঁচা মরিচের দাম ৭০ টাকা। এখনো ৫০ টাকার নিচে আসেনি বেগুনের দাম। এক কেজি বেগুন ৬০ টাকা। পটল ৪০ টাকা ও শিম ৬০ টাকা। বাজারে আসার শুরুতে দাম বাড়তি টমেটোর এক কেজি এই কাঁচা পণ্যের দাম ১২০ টাকা। বাজারে সব প্রকার সবজির দামে কেজিতে ২০ টাকা বাড়তি।

এদিকে, আমিষের বাজারেও যেন স্বস্তি নেই। আমদানি কম ছোট ও সব ধরনের বড় মাছে। তাই কেজিতে ৩০ থেকে ২০ টাকা বাড়তি ছোট ও বড় সব প্রকার মাছে। নিম্ন আয়ের মানুষের আমিষ ব্রয়লার মুরগির মাংস সপ্তাহের ব্যবধানে  কেজিতে ২০ টাকা বেড়ে ২৪০ টাকা। সপ্তাহের ব্যবধানে সোনালি মুরগীর মাংসে কেজিতে ১০ টাকা বেড়ে ৩০০ টাকা। খাসির মাংসের বিক্রেতা স্থানে সাইনবোর্ডে লেখা থাকছে ৯৫০ টাকা কিন্তু ক্রেতাদের কাছে দাম ধরা হচ্ছে এক কেজি খাসির মাংস ১ হাজার টাকা। এছাড়া কয়েকমাস ধরে গরুর মাংসের দাম ৭২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। অন্যান্য সব প্রকার মুদি নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত উঠানামা করছে।

বাজারে আসা এক ক্রেতা ইলিয়াস হোসেন বলেন, বাজারে এখনো সবজির দাম কমলো না। আলু ও পেঁয়াজের দামও অনেক বেশি। গত কয়েকসপ্তাহ ধরে ৮০ টাকা কেজি আলু। তাহলে সাধারণ আয়ের মানুষগুলো কিভাবে খাবার কিনে খাবে। দিনকে দিন নিত্যপণ্যের বাজার অস্বাভাবিক হয়ে উঠছে। তবে এখানে বাজারে পর্যাপ্ত তদারকি প্রয়োজন।

আরেক ক্রেতা তরিকুল ইসলাম বলেন, বাজারে সবজির দামের পাশাপাশি আমিষের দাম আজ বেশি। মুরগীর মাংস ও মাছের দামও বেশি। এমন অবস্থায় দাম কবে স্বাভাবিক হবে, তার কোনো ঠিক নেই। আয়ের ছাড়া ব্যয় বেশি হয়ে যাচ্ছে।

এ বিষয়ে কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. মানিক আকবর বলেন, সবজির ভরা মৌসুমেও বাজারে সবজির দাম বেশি। ইতিমধ্যে বাজারে আলু পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে ক্যাব চুয়াডাঙ্গা জেলা শাখা বিভিন্ন কর্মসূচি করেছি। সরকারের কাছে দাম বৃদ্ধির পিছনের কারণ ও দাম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থার নেওয়ার জন্য দাবি তুলে দেওয়া হয়েছে। তবে প্রশাসনের উচিত বাজারের সিন্ডিকেট রুখে দেওয়া আর মনিটরিং বাড়ানো।



শাকিল/সাএ





Source link

Related News

লামায় দুর্বৃত্তদের দেয়া আগুনে এম্বুলেন্সসহ দুই গাড়ি পুড়ে ছাই

পালিয়ে গেলেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

আজ চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

Leave a Comment