চুয়াডাঙ্গায় প্রতিদিনই তাপমাত্রা কমছে। রবিবার (৮ ডিসেম্বর) সকাল ৯ টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। এর আগে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার রাত থেকেই জেঁকে বসা শীত জানান দিয়েছে। সন্ধ্যার পর থেকে সারারাতই ছিল তীব্র শীতের দাপট। সকালেও তীব্র শীত অব্যাহত রয়েছে। শীতে নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগে পড়তে হয়েছে। আজ রবিবার সকালে শীতার্ত মানুষদের আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে। সকালের দিকে শহরে মানুষের আনাগোনা কম থাকায় ভ্যান ও রিকশা চালকরা পর্যন্ত যাত্রী পাননি। নিম্ন আয়ের মানুষদের কাজের সন্ধানে শহরে এসে শীতের কষ্ট সহ্য করে অপেক্ষা করতে হয়েছে। কৃষিশ্রমিকরাও শীত কাজ করতে পারেননি।
সদর উপজেলার হুচুকপাড়া গ্রামের ভ্যানচালক ইদ্রিস আলী বলেন, শহরে এলাম। কাজ নেই। লোকজনও নেই। বসে আছি।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তহমিনা নাছরিন জানান, এই মৌসুমে চুয়াডাঙ্গা জেলার সর্বনিম্ন তাপমাত্রা আজ, ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা রেকর্ড করা হয়েছে আজ সকাল ৬টায়। তাপমাত্রা আরো কমাতে পারে। কুয়াশাও বাড়তে পারে।
সালাউদ্দিন/সাএ
Source link
Leave a Comment